ARTICLES
সাধারণত A, An, The –এই Adjective গুলোকে Articles বলা হয়।
যে word দ্বারা কোন ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট কি অনির্দিষ্ট বুঝায়, তাকে Article বলে।
Articles দুই প্রকার । যথা-
1. Indefinite Article (অনির্দিষ্টতাবাচক) ও
2. Definite Article (নির্দিষ্টতাবাচক)
1.Indefinite Article (অনির্দিষ্টতাবাচক) : A ও An দ্বারা অনির্দিষ্ট কোন ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়, তাই A ও An-কে Indefinite (অনির্দিষ্ট) Article বলা হয়।
যেমন- A man (যে কোন মানুষ) , An umbrella (যে কোন ছাতা)
2. Definite Article (নির্দিষ্টতাবাচক) : The দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়, তাই The-কে Definite (নির্দিষ্ট) Article বলা হয়।
যেমন- The cow, The boy
a/an এর পার্থক্য : a ও an এর ভিতরে অর্থগত তেমন কোন পার্থক্য নেই। Vowel (a,e,i,o,u) এবং consonant এর ভিত্তিতে কোন word এর পূর্বে a অথবা an বসে।
Articles-এর ব্যবহার
Uses of a/an :
1. সাধারণত কোন word এর প্রথমে Consonant থাকলে তার পূর্বে ‘a’ এবং word এর প্রথমে Vowel থাকলে তার পূর্বে ‘an’ বসে। যেমন-
A hen, a boy, an egg, an orange.
2. Word এর প্রথমে Vowel থাকা সত্ত্বেও an না বসে a বসবে যদি word এর উচ্চারণ ‘u’(ইউ)-এর মত হয়। যেমন-
A useful animal, a university, a European.
3. Word এর প্রথমে যদি ’h’ থাকে এবং ’h’ এর উচ্চাণ যদি “হ”- এর মত হয় তবে তার পূর্বে ’a’ বসবে। অপরদিকে ‘h’ এর উচ্চারণ ’হ’-এর মত না হলে তার পূর্বে ‘an’ বসবে। যেমন,
A history, a horse, an hour, an honest man.
4. ‘O’ এর উচ্চারণ ’Wa’ (ওয়া)- এর মত হলে তার পূর্বে ‘an’ না বসে ‘a’ বসবে। অর্থাৎ one যুক্ত শব্দের পূর্বে a বসে। যেমন,
An open field, an orange, a one-taka note, a one-eyed man.
5. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে। যেমন,
a B.A., a B. Sc., a Ph.D.
6. সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। যেমন,
An M.A. (এমএ) , an L.L.B (এলএলবি) ।
Uses of ‘The’
1. নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন-
Look at the picture.
2. সমগ্র জাতি বুঝাতে common noun এর পূর্বে the বসে। যেমন-
The cow is a useful animal.
3. জাতির নামের পূর্বে the বসে , কিন্তু ভাষার নামের পূর্বে the বসে না। যেমন-
The English are a well behaved. [ এখানে ’Englis ’ দিয়ে জাতিকে বোঝানো হয়েছে ভাষা নয় ]
The Bangladeshis are a brave nation.
4. ক্রমবাচক সংখ্যার পূর্বে the বসে। যেমন-
Who is the first boy in the class?
5. নিম্নলিখিত proper Noun গুলোর পূর্বে the বসে।
পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে – The Quran, The Bible, The Geeta etc.
সংবাদপত্রের নামের পূর্বে- The Ittefaq, The Janakantha etc.
জাহাজের নামের পূর্বে- The Titanic, The Titumir etc.
ট্রেনের নামের পূর্বে- The Karnafully Express, The Simanta Express etc.
বিমানের নামের পূর্বে- The Boing 707, The Mig 29 etc.
মহাশূন্যযানের নামের পূর্বে- The Vostok-I, The Apollo etc.
বিখ্যাত ইমারতসমূহের নামের পূর্বে- The Tajmahal
নদীর নামের পূর্বে- The Padma, The Jamuna, The Meghna etc
সাগর, মহাসাগরের নামের পূর্বে- The Arabian sea, The Red sea, The Indian ocean etc.
সমূদ্র সৈকত/ উপকূলের নামের পূর্বে- The Bay of Bengal
পর্বতমালার নামের পূর্বে- The Himalayas, The Bindhas etc.
দ্বীবপুঞ্জের নামের পূর্বে- The Andamans, The British Isles etc.
মরুর্ভমির নামের পূর্বে- The Sahara, The Thar etc.
দিকসমূহের নামের পূর্বে- The West, The East, The North, The South.


Thank you for this
ReplyDelete